অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১১ আগস্ট ২০২৪
ঢাকা কলেছে বিক্ষোভ

ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা, 'এক দফা এক দাবি ইউসুফ তুই কবে যাবি', 'দালাল ইউসুফের গদিতে,আগুন জ্বালো একসাথে', 'দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত', 'ডিসির অধ্যক্ষ, ভুয়া-ভুয়া' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী শাহীন আলম বলেন, সাধারণ ছাত্ররা যখন রাস্তায় রক্ত দিয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ তখন স্বৈরাচার সরকারের পক্ষ নিয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি। আমরা এই ধরনের শিক্ষকদের কলেজ ক্যাম্পাসে দেখতে চাই না।যেসব শিক্ষকের সাধারণ শিক্ষার্থীদের প্রতি মায়া মমতা নেই তাদের শিক্ষক হিসেবে মানতে আমাদের লজ্জা লাগে। আমরা চাই খুব দ্রুত তারা পদত্যাগ করুন।

এনএস/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।