সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার কিছু সময় পরেই সুপ্রিম কোর্টের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন তারা।
এসময় 'এক-দুই-তিন-চার, চিফ জাস্টিসের পদত্যাগ', 'স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'খুনি হাসিনার বিচারপতি, মানিনা মানবো না' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন
- ফুল কোর্ট সভা ডেকে স্থগিত করলেন প্রধান বিচারপতি
- প্রধান বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
এর আগে আজ শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে এ সভা স্থগিত করা হয়।
এনএস/এসআইটি/এমএস