শিক্ষার্থী হত্যার বিচার ও দাবি বাস্তবায়ন চান সাবেক পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৭ আগস্ট ২০২৪

পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারসহ ১১ দফা দাবি তুলেছেন অধস্তন পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা। এ দাবিগুলো যৌক্তিক ও পূরণযোগ্য বলে মনে করছেন নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, দাবিগুলো বাস্তবায়নে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে এসব কথা বলেন চাকরিচ্যুত ডিআইজি খান সাঈদ হাসান।

তিনি বলেন, এই নির্যাতনের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে গত মধ্য জুলাই থেকে খুনি হাসিনার কতিপয় খুনি কর্মকর্তাদের দ্বারা নির্বিচারে ছাত্র-জনতা হত্যা এবং তারই প্রতিক্রিয়ায় অসংখ্য নিরীহ ও নিরুপায় পুলিশ কর্মচারীদের হত্যাকাণ্ডের শিকার হওয়া। উদ্বেগের বিষয় হলো, শহীদ ছাত্র-জনতার মতো আমরা এখনো জানি না কতজন নিরীহ ও নিরপরাধ পুলিশ কর্মচারী শহীদ হয়েছেন।

সাইদ হাসান বলেন, উভয় হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে আমার সন্তান-সন্ততি ও সহকর্মীরা। এসব ক্ষতিগ্রস্ত পরিবার তথা আপামর জনসাধারণের মতো আমরাও স্বল্পতম সময়ের মধ্যে এর সুষ্ঠু বিচার চাই। যতদূর জানি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া শুরুই করা যায়নি। এর মূল কারণ তা শুরু করার প্রাথমিক ধাপ এজাহার দায়ের ও মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। যা শুরু হয় মূলত থানা থেকেই। সেই থানার কার্যক্রম গত রোববার থেকে পুরোপুরি বন্ধ। অথচ এ প্রক্রিয়া যত বিলম্বিত হবে সুবিচার প্রাপ্তিতে তত বেশি নানাবিধ অন্তরায় সৃষ্টি হবে।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এরই মধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আমরা জানতে পারছি খুনি হাসিনার দোসর অপরাপর খুনিরা দেশের বিভিন্ন স্থল ও আকাশপথে দেশ ত্যাগ করে ফেলেছে। অন্য যারা আছে তারাও পালানোর চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ দ্বারা বাধাগ্রস্ত হয়ে ফিরে এলেও শুধু কোনো মামলা রেফারেন্স বা বৈধ আটককারী পুলিশের কার্যকারিতা না থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না।

তিনি বলেন, এই সামরিক আইনি প্রক্রিয়াকে বিলম্বিত তথা বাধাগ্রস্ত করতে আমরা মনে করি, ওইসব বিত্তবান ও প্রভাবশালী খুনি ও তার দোসররা বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে ইন্ধন দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমির পরিবেশ-পরিস্থিতি বিশৃঙ্খল রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

‘এরই মধ্যেই আপনারা দেখেছেন, পুলিশের অনুপস্থিতির সুযোগে দেশের বিভিন্ন স্থানে লুণ্ঠন, ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। মহানগরগুলোর ট্রাফিক ব্যবস্থা দিন-দিন বিভীষিকাময় হয়ে উঠছে। এ অবস্থায় অতি জরুরি ভিত্তিতে যদি অন্তত থানা এবং ট্রাফিক পুলিশ সক্রিয় করা না যায়, তাহলে দেশ আরও ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত হবে’- যোগ করেন খান সাঈদ হাসান।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।