গণভবনের বিছানায় উৎসুক জনতার আয়েশি ভাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৪

ঢাকার সব জনস্রোত গিয়ে মিশে গেছে গণভবনে। লাখো মানুষ প্রবেশ করেছে গণভবনে। একটুও তিল ধরার জায়গা নেই। গণবভনের রান্না ঘরে প্রবেশ করে অনেকে খাবার খেয়েছেন। এমনকি অনেকে ইলিশ মাছ, মুরগি ও হাঁসের মাংস নিয়ে গেছেন। এক আন্দোলনকারী গণভবনের বিছানায় শুয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার পরে গণভবনের ভেতরে ঢুকে পড়েন উৎসুক ছাত্র-জনতা। এ যুবকের কপালে পাতাকা বাঁধা ছিল।

গণভবনের প্রবেশ করে শেখ হাসিনার ব্যবহার করা বিছানাপত্র, খাট, বালিশ নিয়ে গেছেন আন্দোলনকারীরা। শুধু আসবাবপত্র নয়, গাছ, গরু, হাঁস, মুরগি যে যেইভাবে পেরেছেন নিয়ে গেছেন।

এমওএস/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।