পরিবেশ শান্ত হলে কারফিউ আর প্রয়োজন নেই: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান/ফাইল ছবি

পরিবেশ শান্ত হলে কারফিউ আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেনাপ্রধান।

কারফিউ চলমান থাকবে কি না প্রশ্ন করা হলে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, যদি পরিবেশ শান্ত হয়ে যায় কারফিউ আর প্রয়োজন নেই। আমি আদেশ দিয়েছি, সেনাবাহিনী গুলি করবে না, পুলিশ গুলি করবে না। আমার এ বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে এবং আমরা সুন্দর পরিস্থিতির দিকে যাচ্ছি। দয়া করে ভাঙচুর, হত্যা, মারামারি ও সংঘর্ষ থেকে বিরত হোন।

এসময় শিক্ষার্থী ও আন্দোলনরতদের সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান।

দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা কিছু সময় দেন, ইনশাআল্লাহ সবাই মিলে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবো। আমি কথা দিচ্ছি, সব হত্যার বিচার করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন, আমি সব দায়-দায়িত্ব নিচ্ছি।

সেনাপ্রধান বলেন, ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদের সহযোগিতা করা। আন্দোলনরত যারা আছেন তারা সবাই ঘরে ফিরে যান।

টিটি/এএসএ/এমএমএআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।