শাহবাগ আন্দোলনকারীদের দখলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৫ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (৫ আগস্ট) বেলা ১টার পর থেকে শাহবাগের উদ্দেশ্য আসতে থাকে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়।

আন্দোলনকারী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। শাহবাগ মোড়ে পুলিশ দেখা যায়নি।

জানা গেছে, রামপুরা, কাকরাইল ও বেইলী রোডের দিক থেকে আন্দোলনকারী শাহবাগের দিকে যাচ্ছেন।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা সড়কে নেমে আন্দোলন চালিয়েছে যাচ্ছে।

টিটি/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।