সাভার-মানিকগঞ্জে বিদ্যুৎ না থাকার কারণ জানালো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ এএম, ০৫ আগস্ট ২০২৪
ফাইল ছবি

ঢাকার অদূরে সাভার ও মানিকগঞ্জ শহর এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই। এসব এলাকা বিদ্যুৎবিহীন থাকার কারণ জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার (৪ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এর কারণ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সাভারের কবিরপুর এলাকার কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের দ্বারা অ‌গ্নিসংযোগের কার‌ণে ১৩২ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করে মানিকগঞ্জ গ্রিড বন্ধ হয়ে যায়। ফলে মা‌নিকগঞ্জ শহরসহ ওই এলাকার গ্রাহক বিদ্যুৎবিহীন আছে। বিকল্পভা‌বে বিদ্যুৎ সরবরা‌হের চেষ্টা চলছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

এনএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।