মিরপুর ১০ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৪ আগস্ট ২০২৪

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর চলছে। রোববার (৪ আগষ্ট) বেলা সোয়া ১২টা থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মিরপুর ১০ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ৬

আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়ায় আন্দোলনকারীদের বেনারসি পল্লী সংলগ্ন বিভিন্ন অলি-গলিতে অবস্থান নিতে দেখা গেছে। ১০ নম্বর আইডিয়াল স্কুলগলিতে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসময় গুলিবিদ্ধ এক কিশোরকে হাসপাতালে নিতে দেখা গেছে।

মিরপুর ১০ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ৬

দুপুর ১টার দিকে অন্তত ৫-৬ জন আন্দোলনকারীকে মিরপুর-১১ নম্বরের ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নিতে আসতে দেখা গেছে। জরুরি বিভাগে ৪ জনকে চিকিৎসা নিতে দেখা গেছে। এর মধ্যে রিফাত নামের গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এসএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।