মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৪ আগস্ট ২০২৪
মিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার পরে নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন।

ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মিরপুর ১০ এ অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কাজীপাড়া এলাকায় ও আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এসময় নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠি ও প্ল্যাষ্টিকের পাইপ দেখা গেছে।

মিরপুর ১১ নম্বর ও বিভিন্ন সড়ক থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ১০ নম্বরে দিকে যাচ্ছেন।

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এছাড়া সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। এমনকি কোন ট্রাফিক পুলিশ ও নেই। আন্দোলনকারীদের বিচ্ছিন্নভাবে বিভিন্ন অলিগলিতে অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।

এসএম/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।