চট্টগ্রামে সকাল থেকেই রাজপথে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ এএম, ০৪ আগস্ট ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে নিউমার্কে এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টায় কর্মসূচি থাকলেও ১০টা থেকেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর
চট্টগ্রামে চার বিএনপি নেতার বাসায় হামলা, গাড়িতে আগুন
চট্টগ্রামে গুলিবিদ্ধ দোকানির মৃত্যু

এদিকে, গতরাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলার পর আজ একই এলাকায় অবস্থানের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ।

এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে নগরীতে। সকাল থেকে যানবাহন চলাচলও কম। বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে।

এএজেড/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।