জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে চমেকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বচসা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে আহত পাঁচজনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সদস্যদের বচসা হয়। পরে হাসপাতাল ছেড়ে যান আহতরা। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ রয়েছেন।
শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে সংঘর্ষে আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে চমেক পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আন্দোলনকারীরা উত্তেজিত হন। এসময় পুলিশ সদস্যরাও তাদের সঙ্গে বচসায় জড়ান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ‘কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত আন্দোলনকারীদের তথ্য নিতে গেলে ভুল বোঝাবুঝি হয়। এসময় কোটা আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে যান। পরে আহতরা হাসপাতাল ছেড়ে যান।’
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ হয়।
এএজেড/কেএসআর