শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ পিএম, ০৩ আগস্ট ২০২৪
গণভবনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। রাত সোয়া ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষকদের বক্তব্য শোনেন।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গড়ে তোলা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এসইউজে/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।