চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৩ আগস্ট ২০২৪
শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

একটি মিছিল থেকে নগরের ষোলশহরে চশমাহিলের বাসভবনে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢুকে কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা করে।

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর

আরও পড়ুন

তিনি বলেন, এটা আমাদের ছাত্রদের কাজ নয়। আমাদের ছাত্রদের আমরা এসব শেখাইনি। এটি পরিকল্পিত হামলা।

সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটির নিচের প্রধান ফটকটি ভাঙা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার কাচ। পার্কিংয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে একটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়কশ নেতাকর্মী ভিড় করে স্লোগান দিচ্ছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এএজেড/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।