আফতাবনগরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এসেছি: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৩ আগস্ট ২০২৪
আবদুস সালাম, ওসি, বাড্ডা থানা

শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

অপরদিকে, নিরাপত্তা ও শান্তিপূর্ণ আন্দোলনে যেন কেউ নাশকতা করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি আবদুস সালাম

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) আফতাবনগর প্রধান গেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল থেকেই তাদের শান্তিপূর্ণ আন্দোলন করছে। তাদের আন্দোলনে আমরা কোনো বাধা প্রদান করবো না। তারা বলেছে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। এরপর তারা প্রধান সড়কে র্যালি করবে।

আমরা তাদের নিরাপত্তা দিতে এসেছি জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমরা আফতাবনগর গেটে অবস্থান করছি।

এএএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।