শিল্প প্রতিষ্ঠানে ‘জিরো ডিসচার্জ’ প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের সকল শিল্প প্রতিষ্ঠান থেকে ‘জিরো ডিসচার্জ’ প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রহিমা আখতারের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়নে সরকার ইতোমধ্যে যত্রতত্র গড়ে উঠা কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য শোধনাগারের নির্মাণের নানামুখি কর্মসূচি পালন করছে।

বনমন্ত্রী বলেন, পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় ২০১০ সালের ১৩ জুলাই থেকে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ২ হাজার ১৯১টি প্রতিষ্ঠান হতে পরিবেশ দূষণের জন্য ২১৩ দশমিক ০৯ কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এর মধ্যে আদায় করা হয়েছে ১৩৩ দশমিক ৭০ কোটি টাকা।

বুড়িগঙ্গা নদীর পানি দূষণের অন্যতম কারণ হাজারীবাগ এলাকার ট্যানারি শিল্পের বর্জ্যকে দায়ী করে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা দূষণ রোধে হাজারীবাগের ট্যানারি শিল্পকে সাভারের হরিণধারায় ঢাকা চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরো বলেন, শিল্প ইউনিটে ইটিপি স্থাপনসহ অন্যান্য দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে সহজ শর্তে ঋণ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকে ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।