১২ দিন পর চট্টগ্রামে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০১ আগস্ট ২০২৪

চট্টগ্রামে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান অস্থিরতায় টানা ১২ দিন বন্ধের পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে চট্টগ্রামে শুরু হয়েছে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল। চলাচল করছে মালবাহী ট্রেনও।

বৃহস্পতিবার সকাল ৮টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে সাগরিকা এক্সপ্রেস এবং সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-ঢাকা রুটে বেসরকারি কর্ণফুলী এক্সপ্রেস, বেলা ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-নাজিরহাট রুটের ট্রেন ছেড়ে গেছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, আপাতত এ তিনটি ট্রেন চলবে সীমিত পরিসরে। তবে আন্তঃনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তিনটি ট্রেন ছেড়ে গেছে। এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ট্রেনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব ট্রেন ছেড়ে গেছে সেখানে যাত্রীর সংখ্যা খুবই কম। এছাড়া মালবাহী ট্রেনও চলাচল করছে।

এএজেড/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।