ভারী বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম, ভোগান্তি চরমে
বন্দরনগরী চট্টগ্রামে বুধবার বিকেল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার (১ আগস্ট) পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আলী আকবর খান জাগো নিউজকে বলেন, চট্টগ্রামে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।
এদিকে সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা।
আরও পড়ুন
নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ির সংখ্যাও কম। কেউই যথাসময়ে গন্তব্যে যেতে পারছেন না।
নগরের জিইসি, মুরাদপুর, কাতালগঞ্জ ও বহদ্দারহাট এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার বেশিরভাগ রাস্তাঘাটে হাঁটু পানি। যাত্রীরা পানি ডিঙিয়েই কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন।
নগরের মুরাদপুরে জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে আছে যানবাহনগুলো।
নগরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সারওয়ার হোসেন জানান, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো যানবাহন না পেয়ে হেঁটেই চকবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এসেছেন তিনি।
এএজেড/ইএ/জিকেএস