ঢাবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩১ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিতে জমা হন কার্জন হল এলাকায়। সেখান থেকে তারা হাইকোর্টের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা ঢাবি ক্যাম্পাস থেকে শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করেছেন।

বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি মিছিল হাইকোর্ট অভিমুখে রওয়ানা হলে কার্জন হলের বিপরীত পাশের রাস্তায় পুলিশ তাদের বাধা দেয়।

বিজ্ঞাপন

পুলিশের সঙ্গে এসময় তাদের বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা হয়। এরপর ঢাবি, বুয়েট এবং বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যোগ দেন। পুলিশ তাদের হাইকোর্টের দিকে যেতে না দিলে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে ধস্তাধস্তি ও কথাকাটাকাটির পর তারা দোয়েল চত্বরে আসেন। সেখানে কিছুক্ষণ বিক্ষোভের পর তারা একটি মিছিল নিয়ে শহীদ মিনারে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।

এমএইচএ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।