গণগ্রেফতার করছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কোনো গণগ্রেফতার আমরা করছি না।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অনেকেই বলছেন আমরা গণগ্রেফতার করছি। কোনো গণগ্রেফতার আমরা করছি না। এমন কোনো জেলা নেই যেখানে ধ্বংস না করলেও তারা নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আর ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তারা প্রাণহানি ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই।’

আরও পড়ুন
বাংলাদেশে গণগ্রেফতারের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ 

গ্রেফতারের সংখ্যা বাড়াতে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না 
‘গণগ্রেফতার নয়, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার’ 

মন্ত্রী বলেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষী সাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেফতার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান বলেন, ‘গণগ্রেফতার হচ্ছে না। হ্যাঁ, গ্রেফতার আমরা করেছি। কারণ ধ্বংসের কাণ্ড আপনারা যাত্রাবাড়ীতে দেখেছেন।’

তিনি আরও বলেন, ‘যারা এই কর্মকাণ্ড করেছেন তারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে অন্তরীণ করব না।’

আরএমএম/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।