ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৯ জুলাই ২০২৪

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। দুপুর ১২টার দিকে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার পর আবারও কর্মসূচি নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে নয়, প্রগতি সরণিতে বিভিন্ন পয়েন্টে পুলিশের সরব উপস্থিতি দেখা গছে। এরমধ্যে রামপুরা ব্রিজ, মধ্যবাড্ডা ইউলুপের সামনে, সুবাস্তু, শাহজাদপুর এবং নতুনবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ নিয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জাগো নিউজকে বলেন, পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশঙ্কার কোনো কারণ নেই। সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। গুলশান, নতুনবাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এএএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।