১১ ঘণ্টা শিথিলের পর ফের কারফিউ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৮ জুলাই ২০২৪
ফাইল ছবি

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে রোববার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা শিথিলের পর ফের কারফিউ বহাল হয়েছে। এদিকে কারফিউ শিথিলের সময় রাজধানীতে অফিস-আদালত, বাজার-ঘাটে ছিল কর্মচাঞ্চল্য।

তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন মোড়ে চলছে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি নিয়মিত টহল।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

কারফিউয়ের বিরতি বাড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) কারফিউ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এই তিনদিন কারফিউ শিথিলের সময় আরও দুই ঘণ্টা করে বাড়ানো হয়েছে। সে হিসেবে এই তিনদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়।

যদিও ধীরে ধীরে কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটি/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।