ধানমন্ডির একটি ভবনে অভিযান, ককটেল-গোলাবারুদসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৭ জুলাই ২০২৪

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অস্ত্র-গোলাবারুদসহ একটি আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ওই ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সিটিটিসির ডিসি মিশুক চাকমা জানান, ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে। সঙ্গে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

সিটিটিসির দাবি, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোড সংলগ্ন ৫/এ অবসর ভবনে ওই আস্তানার সন্ধান মিলেছে। ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়। এছাড়া দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান মিশুক চাকমা।

টিটি/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।