চট্টগ্রামে ১০ দিনে গ্রেফতার ৮৪০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৬ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে চট্টগ্রামে দায়ের হওয়া ২৯টি মামলায় আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত ৮৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নতুন করে বৃহস্পতিবার রাত ও আজ (শুক্রবার) সকালে আরও ৬৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলায় গ্রেফতার ২৭ এবং নগরে ৪১ জন।

এছাড়া আজ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় পুলিশ বাদী হয়ে নতুন আরেকটি মামলা করেছে। এতে ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৪০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে বেশির ভাগ বিএনপি-জামায়াতের নেতাকর্মী। এ নিয়ে নগরে মামলার সংখ্যা দাঁড়ালো ১৮।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) সব্যসাচী মজমুদার বলেন, গত বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট-কদমতলী ডিটি রোড এলাকায় নাশকতার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের লোকজন জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় থানায় মামলা হয়।

তবে নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, কোটা সংস্কার আন্দোলনেকে ঘিরে দায়ের করা বিভিন্ন মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অহেতুক আসামি করা হচ্ছে। মূলত রাজনৈতিকভাবে হয়রানি করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অথচ যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে না।

এএজেড/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।