শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টা কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৫ জুলাই ২০২৪
শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে/ ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ন্ত্রণে দেওয়া কারফিউ আগামীকাল শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টা শিথিল থাকবে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এদিন সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলায় বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এ দুইদিন সকাল থেকেই নানান প্রয়োজনে ঘর থেকে বের হন নগরবাসী।

আজ বৃহস্পতিবার অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ ছিল সড়কগুলোতে। কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলছে দূরপাল্লার যানবাহন। সকাল থেকে নগরে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এমডিআইএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।