চট্টগ্রামে আরও ৬৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৫ জুলাই ২০২৪
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় নগরের ডবলমুরিং থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মামলার সংখ্যা দাঁড়ালো ২৮। গ্রেফতার হয়েছেন আরও ৬৯ জন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত সব মিলিয়ে এসব মামলায় জেলায় মোট গ্রেফতার হলেন ৭৩৮ জন।

নগর পুলিশের এডিসি (পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ জাগো নিউজকে বলেন, ‘বুধবার রাতে নগরের হালিশহর থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩৭ জনকে। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন ৩৫ জন।’

এর আগে গত এক সপ্তাহে নগরের বিভিন্ন থানায় দায়ের করা ২৭টি মামলায় ৩৭৩ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে শুধু নগরেই গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৮ জনে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব জানান, বিভিন্ন উপজেলা থেকে নতুন করে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাজুড়ে মোট গ্রেফতার ৬৯ জন।

এএজেড/এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।