চট্টগ্রামে ২৭ মামলায় গ্রেফতার সাত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৪ জুলাই ২০২৪
প্রতীকী ছবি

চট্টগ্রামে কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় নগর ও ১৫ উপজেলার বিভিন্ন থানায় ২৭টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৭০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

নগর পুলিশের এডিসি (পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ জাগো নিউজকে বলেন, মুরাদপুর, বহদ্দারহাট ও কাজীর দেউরীতে সংঘর্ষ এবং থানা ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ১৬ মামলায় ৩৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব বলেন, জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়াসহ বিভিন্ন থানায় ১১ মামলায় ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, হত্যা, বিস্ফোরক, হামলা, ভাঙচুর, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ও সাধারণ নাগরিকরা বাদী হয়ে এসব মামলা দায়ের করেছেন।

এএজেড/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।