সিইসির মালয়েশিয়া সফর স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২৪
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধে কারফিউ অব্যাহত রয়েছে। এর মাঝে ছয় দিনের মালয়েশিয়া সফর স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছয় দিনের মালয়েশিয়া সফর স্থগিত করেন। সিডিউল অনুযায়ী, গত ২০ জুলাই সিইসির মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তবে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে জারিকৃত কারফিউয়ের কারণে সিইসি তার সফর স্থগিত করেছেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে প্রবাসী ভোটার কার্যক্রমের উদ্বোধন সংক্রান্ত মালয়েশিয়ার সফর স্থগিত করেছেন সিইসি। তবে বর্তমানে প্রবাসে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান। দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় শুধু ভোটার ভেরিফিকেশন ছাড়া প্রবাসীদের আঙুলের ছাপ ও ভোটারের ছবি তোলার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

এমওএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।