পদ্মাসেতু প্রকল্পের ১৬ গাড়ি পুড়ে ছাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৪ জুলাই ২০২৪
ফাইল ছবি

কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে দুর্বৃত্তদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় হওয়া মামলার এজাহার ও নথিপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পদ্মাসেতু প্রকল্পের ১৬টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে সেতুর প্রয়োজনীয় নথি ও ফাইল অক্ষত আছে। কারণ এই ঘটনার আগেই নথি শরীতপুর জাজিরা উপজেলায় সেতু এলাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুলাই) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম জাগোনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্পের পরিচালক বলেন, নথিপত্রের কোন সমস্যা হয়নি। কারণ জাজিরা এলাকায় প্রকল্পের সব নথি ও ডকুমেন্ট আগেই পাঠানো হয়েছে।

এমওএস/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।