গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৪ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে টানা তিনদিনের সাধারণ ছুটির পর আজ চালু হলো সরকারি-বেসরকারি সব অফিস। ফলে সড়কে দেখা গেছে, অফিসগামী মানুষের ভিড়, যদিও গণপরিবহনের সংকট রয়েছে সকাল থেকে। এদিকে, গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছাড়তে দেখা গেছে সকাল থেকেই। তবে স্বল্পপরিসরে চলাচল করছে এসব বাস।

বুধবার (২৪ জুলাই) সকালে কয়েকজন কাউন্টার মাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্বল্পপরিসরে দূরপাল্লার বাস চলাচল।

ঢাকা-বরিশালগামী দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টার রাশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, কারফিউ শিথিল করার পর গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সব পরিবহনের কয়েকটি করে বাস চলাচল করছে। যেমন, আমাদের যদি ১০টা গাড়ি থাকে তবে আমরা একটা গাড়ি ছাড়ছি।’

তবে অন্যান্য দিনের তুলনায় গাবতলীতে যাত্রীর সংখ্যা কম আজ। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার রাজিব বলেন, স্বল্প পরিসরে বাস চলাচল করছে। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে বলে আশা করছি।’

এমওএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।