মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৮ জুলাই ২০২৪
ফাইল ছবি

মেট্রোরেল চলাচল আজকের মতো বন্ধ ঘোষণা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিকেল সাড়ে ৫টার পর থেকে আর কোনো ট্রেন মতিঝিল ছেড়ে যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রো স্টেশন থেকে সবশেষ মেট্রো ট্রেন বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তরে ছেড়ে গেছে। আর কোনো ট্রেন আজ চলাচল করবে না।

এতে আরও বলা হয়, আগের মতো (বৃহস্পতিবার সকাল থেকে) মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

মিরপুরের মেট্রো স্টেশন সংলগ্ন ফুটওভারব্রিজে আগুন দেয় কোটাবিরোধী আন্দোলনকারীরা। এরপর থেকে কয়েকটি স্টেশন বন্ধ রাখা হয়।

এমএমএ/এএসএ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।