মিরপুর-১০ গোলচত্বরে পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৮ জুলাই ২০২৪
রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে বৃহস্পতিবার পুলিশ বক্সে আগুন দেওয়া হয়/জাগো নিউজ

রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ বক্সে আগুন লাগানো হয়। আগুনের ঘটনায় মিরপুর-১০ নম্বরে মেট্রোরেলের লাইন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

বিজ্ঞাপন

সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিরপুর-১০ গোলচত্বরে পুলিশ বক্সে আগুন

এদিন শাহ আলী প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ ছিল। ১০টার দিকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

এ সময় গোলচত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আর আন্দোলনকারীরা অবস্থান নেন আল-হেলাল হাসপাতালের সামনে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের আরেকটি দল অবস্থান নেয় মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে। পরে আন্দোলনকারীরা গোলচত্বর এলাকা তাদের দখলে নেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের সব দোকানপাট ও যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

টিটি/এমএমএআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।