মিরপুরে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৮ জুলাই ২০২৪
মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীদের অবস্থান

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর পৌনে ২টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আন্দোলনকারীদেরও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

আরও পড়ুন

এদিন শাহ আলী প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ ছিল। ১০টার দিকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

সংঘর্ষ, পুলিশ কোটা সংস্কার, যান চলাচলমিরপুরে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

এ সময় গোলচত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আর আন্দোলনকারীরা অবস্থান নেন আল-হেলাল হাসপাতালের সামনে।

আন্দোলনকারীদের আরেকটি দল অবস্থান নেয় মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে। পরে আন্দোলনকারীরা গোলচত্বর এলাকা তাদের দখলে নেন।

এদিকে সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের সব দোকানপাট ও যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

টিটি/ইএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।