ডিএমপি

পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ায় সাউন্ড গ্রেনেড-টিয়ারগ্যাস নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৭ জুলাই ২০২৪
টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান

কিছু বহিরাগত মারমুখী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৭ জুলাই) রাত পৌনে ৮টার দিকে টিএসসিতে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশ যা করছে সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে করছে।’

আরও পড়ুন

পুলিশ হলের ভেতরে গিয়েছে কি না জানতে চাইলে এস এম মেহেদী হাসান বলেন, ‘কোনো পুলিশ সদস্য হলের ভেতর প্রবেশ করেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব শিক্ষার্থীকে সন্ধ্যা ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছেন, এখনো কেউ কেউ যাচ্ছেন। হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছে পুলিশ, তারা নির্বিঘ্নে চলে যাচ্ছেন।’

রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ থাকবে কি না জানতে চাইলে ডিএমপির এ কর্মকর্তা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন, যেভাবে, যতটুকু সহযোগিতা চাইবে আমার ততটাই দেবো। পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দেবে।’

যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু বিশ্ববিদ্যালয়ে কোথাও আর জমায়েত হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন যুগ্ম-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।

টিটি/কেএসআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।