রাজু ভাস্কর্য থেকে আখতারকে তুলে নিয়ে গেলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৭ জুলাই ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আখতার হোসেনকে তুলে নিয়ে গেছে পুলিশ/ছবি জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেনকে তুলে নিয়ে গেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে তাকে রাজু ভাস্কর্য এলাকা থেকে ধরে প্রিজনভ্যানে নিয়ে যায় পুলিশ।

দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আখতার হোসেনসহ আরও কয়েকজন শিক্ষার্থী টিএসসিতে জড়ো হতে থাকেন। এ সময় তাদের টিএসসি থেকে সরে যাওয়ার আহ্বান করে পুলিশ। একপর্যায়ে বসে পড়েন আখতার হোসেন।

পরে তাকে কয়েকজন পুলিশ সদস্য প্রিজনভ্যানে তুলে নেন। প্রিজনভ্যানটি শাহবাগের দিকে চলে যায়।

এদিকে টিএসসি থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দুটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন- সাবিব (৩০), সুলাইমান (২৬), জীবন (২৫) ও তারেক (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকালের সংঘর্ষে নিহতদের গায়েবানা জানাজার জন্য রাজু ভাস্কর্যে জড়ো হয়েছিলেন আখতারসহ কয়েকজন।

এনএস/বিএ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।