জবিতে গায়েবানা জানাজা, শিক্ষার্থীদের ৫ দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২৪

কোটা আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় ক্যাম্পাসের শান্ত চত্বরে অনুষ্ঠিত জানাজায় কয়েকশ শিক্ষার্থী উপস্থিতি ছিলেন।

জানাজা শেষে শহীদদের জন্য দোয়া, মোনাজাত ও আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো

১. ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে
২. হলের মেয়েদের নিরাপত্তা প্রদান ও মেয়েদের হলে অবস্থান করতে দিতে হবে
৩. আহত শিক্ষার্থীদের ব্যয় প্রশাসনকে বহন করতে হবে
৪. মেসে অবস্থান করা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে
৫. ছাত্রলীগকে ক্যাম্পাসের বাস সার্ভিস দেওয়া বন্ধ করতে হবে।

আরএএস/বিএ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।