গুলি ছোড়া যুবককে খুঁজে বের করবে পুলিশ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৬ জুলাই ২০২৪
ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান/ছবি জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়া যুবককে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে জগন্নাথ হলের পাশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজনকে প্রকাশ্যে অস্ত্রসহ গুলি করতে দেখা গেছে। তাকে শনাক্ত করা গেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট নিশ্চিত করে তাকে খুঁজে বের করবে।

এস এম মেহেদী হাসান বলেন, কেউ যাতে ফৌজদারি অপরাধে যুক্ত না হয় সেজন্যই আমরা আসছি ক্যাম্পাসে। পুলিশ উপস্থিত হওয়ার পর কোনো আইনবিরোধী ঘটনা ঘটেনি।

যুগ্ম কমিশনার মেহেদী হাসান আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে আমরা সেভাবেই সহযোগিতা করবো। পুরো ঢাকা শহরে জননিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশ কাজ করছে।

কতক্ষণ ঢাবিতে পুলিশ অবস্থান করবে? জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণ অবস্থান করবো।

টিটি/বিএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।