লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নায়নে সহায়তা করবে সরকার


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৪

বর্তমান প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে প্রয়োজন শিল্পখাতে উন্নায়ন করা। এ লক্ষ্যে দেশের অন্যতম লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে এগিয়ে নিতে অর্থনৈতিকসহ সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার রাজধানীর ওয়ারীতে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প বিকাশে আমদানি-বিকল্প যন্ত্রাংশ উৎপাদন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৪০ হাজারের বেশি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে। এসব কারখানায় ৬০ লাখের বেশি লোক কাজ করছে। এছাড়াও পরোক্ষভাবে আরও ৬০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রতি বছর এ খাতে ১০ হাজার কোটি টাকার বেশি আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরি হয়।

আমির হোসেন আমু বলেন, আমরা এ খাতে অর্থনৈতিক সহযোগীতার পাশাপাশি কারিগরি ভাবে দক্ষ করতে পারি তাহলে এ খাতের উন্নায়ন হবে। আমাদের আমদানি নির্ভরতা কমবে।

তিনি আরও বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে বাংলাদেশ ব্যাংকের ১০০ কোটি টাকার ঋণ সহায়তার দ্রুত বস্তবায়নে সব ধরণের সহযোগিতা করা হবে।

পরে মন্ত্রী লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প বিকাশে আমদানি-বিকল্প যন্ত্রাংশ উৎপাদন শীর্ষক ম্যাচ মেকিং অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
 
সেমিনারে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ ইহসানুল করিমের সভাপতিত্তে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জাইকা বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টোর মি. মিকিও হাতায়েদা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।