বাজেটে অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি


প্রকাশিত: ১১:২০ এএম, ২৭ এপ্রিল ২০১৬

আসন্ন বাজেটে অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চাহিদা পূরণের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে  স্বাস্থ্য আন্দোলন, উবিগীন ও তাবিনাজ নামক সংগঠন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবার সাথে যুক্ত হয়েছে পুষ্টিহীনতা, খাদ্য বাহিত রোগ, জীবন যাপনের ধরণ, ট্রমাজনিত রোগ, অটিজম ও প্রতিবন্ধীতা ইত্যাদি  অনেক রোগ যা একজন সুস্থ মানুষেকে পরক্ষণে অসুস্থ করে ফেলতে পারে। এর সাথে দেশের উন্নয়ন ও মানুষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা জড়িয়ে আছে।

তারা বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ যাই হোক না কেন আমরা চাই মানুষের স্বাস্থ্য সেবার নিশ্চয়তা এবং সম্পদের যথোপযুক্ত ব্যবহার। স্বাস্থ্য সেবা শুধু মাত্র হাসপাতাল, ডাক্তার-নার্স, ওষুধ ও চিকিৎসা নয়।

বক্তারা আরো বলেন, উবিগীন ও স্বাস্থ্য আন্দোলন সম্প্রতি কিছু চর এলাকায় মানুষের সঙ্গে মত বিনিময় করে দেখেছে স্বাস্থ্য বাজেটের ব্যাপারে কারো কোনো ধারনা নেই। তাদের কাছে স্বাস্থ্য সেবাই পৌঁছে না। তাদের বড় রোগ হলেও ঘরে বসে থাকতে হয়। গর্ভবতী মায়েদের চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই। সেখানে দাই মায়েরা সেবা দিচ্ছেন কিন্তু তারাও কোনো সহযোগিতা পাচ্ছেন না।

চর, পাহাড়ি এবং অন্যান্য দুর্গম এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্স যাতে তাদের কর্ম এলাকায় বসবাস করে চিকিৎসা সেবা দিতে পারেন তার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংগঠনগুলোর পক্ষ থেকে।

এসময় শ্রমিকদের বিশেষ দাবি তুলে ধরেন বক্তারা, দাবির মধ্যে রয়েছে ১. সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গার্মেন্ট শ্রমিকদের স্বাস্থ্যসেবা গ্রহণের সকাল ও সন্ধ্যায় অফিস সময়ের আগে বিশেষ বিভাগ খোলা থাকতে হবে।

২. গার্মেন্ট শ্রমিকদের চিকিৎসা ভাতা দিতে হবে।

৩. গার্মেন্টশিল্প এলাকায় অবস্থিত সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে ওষুধসহ সকল ধরনের রোগের চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। এবং সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদের বিনামূল্যে সেবা দেয়ার দাবি জানান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা.লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদে পক্ষে ফয়জুল হাকিম প্রমুখ।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।