সাঁজোয়া যানসহ ঢাবিতে প্রবেশ করলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৬ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পুলিশ প্রবেশ করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৬টা ১০ মিনিটের দিকে টিএসসি দিয়ে ঢাবিতে প্রবেশ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, দুটি সাঁজোয়া যানসহ ৭টি গাড়িতে করে পুলিশ সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরও পড়ুন
- ঢাবিতে মুখোমুখি আন্দোলনকারী-ছাত্রলীগ, সংঘর্ষের শঙ্কা
- চট্টগ্রামে সংঘর্ষে নিহত ২
- রংপুরে সংঘর্ষে বেরোবি শিক্ষার্থী নিহত
অপরদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে একই দিন বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী-পথচারীসহ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় একজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।
টিটি/ইএ/জেআইএম