৪ ঘণ্টা ধরে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ চলছে
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৬ জুলাই ২০২৪
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া চলছে প্রায় চার ঘণ্টা ধরে।
এমন অবস্থায় এ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা বিকেল ৩টা পর্যন্ত পর্যায়ক্রমে ওদের (আন্দোলনকারীদের) শান্ত করার চেষ্টা করেছি। এখন আমরা সতর্ক অবস্থানে আছি। আবারও তাদের শান্ত করার চেষ্টা করবো।
দীর্ঘ সময় ধরে চলা এ সংঘর্ষ বন্ধে কখন উদ্যোগ নেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারো চেষ্টা করব।
এদিকে এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগ ও শিক্ষার্থীদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় কোটাবিরোধী আন্দোলনকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এরপর ঢাকা কলেজ ছাত্রলীগ দুপুর ১টা ৩০ মিনিট থেকে সেখানে অবস্থান নিতে গেলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
আরএএস/এসএনআর/এএসএম