আন্দোলনকারীদের দখলে সায়েন্সল্যাব মোড়, পিছু হটলো ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৬ জুলাই ২০২৪
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষাথীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। যদিও এরই মধ্যে সায়েন্সল্যাব মোড় দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস ও কলেজের পাশের গলিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করছেন। অন্যদিকে সিটি কলেজ থেকে নিউ মর্কেট পর্যন্ত সড়ক দখলে নিয়ে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কলেজের সামনে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে এদিন দুপুর ১টা থেকে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা জড়ো হন, বিপরীত পাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া ও ককটেল বিস্ফোরণ।
আরএএস/কেএসআর