ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী-পুলিশ উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৬ জুলাই ২০২৪
সকাল থেকে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সড়কে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে রাস্তা থেকে তাদের পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কথা বলছে পুলিশ।
এএএইচ/এসএনআর/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।