বনানীতে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৬ জুলাই ২০২৪

রাজধানীর বনানী এলাকায় কোটাবিরোধী আন্দোলন করছে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে এই আন্দোলন করছে। এতে বনানী এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী বনানীতে সড়ক অবরোধ করে রেখেছে। এসময় বনানী এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে বিপুল সংখ্যক যানবাহন আটকে আছে। সড়ক অবরোধ আন্দোলন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, দুপুর ১২টার দিকে প্রাইম-এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বনানীতে সড়ক অবরোধ করেছে। তাদের বুঝানো হচ্ছে তারা যেন রাস্তা থেকে সরে যায়। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই মুহূর্তে বনানী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

টিটি/এমআইএইচএস/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।