ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ এএম, ১৬ জুলাই ২০২৪
চলমান কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের (পুরাতন হোম ইকনোমিক্স কলেজ) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে ক্লাস-পরীক্ষা বর্জন করে শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়।
আরও পড়ুন
শিক্ষার্থীরা বলছে, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এজন্য তারা প্রতিবাদ জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়নি।
এনএস/এসআইটি/এমএস
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।