শহীদুল্লাহ হল থেকে বার্ন ইনস্টিটিউট পর্যন্ত আন্দোলনকারীদের দখলে
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৫ জুলাই ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর এখন কিছুটা শান্ত অবস্থায় আছে ক্যাম্পাস। তবে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পর্যন্ত অবস্থান করছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন
- আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে: কাদের
- রাবিতে অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে ছাত্রলীগ, অভিযোগ আন্দোলনকারীদের
সোমবার (১৫ জুলাই) রাত ৮টা ২১ মিনিটের দিকে সরেজমিনে দেখা যায়, শহীদুল্লাহ হলের সামনে সাঁজোয়া যান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা দেখা যায়।
আন্দোলনকারীরা বলেন, আমরা সবগুলো হলের সামনেই অবস্থান নিয়েছি। হলে ছাত্রলীগের কাউকে ঢুকতে দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে আমাদের সমঝোতার জন্য বলা হচ্ছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো সমঝোতায় যাবো না। আমরা সেফ না। আমরা কোথাও সেফ থাকবো তাও জানি না।
- আরও পড়ুন
- চট্টগ্রামে শিক্ষার্থীরা যাওয়ার পর সড়কে ছাত্রলীগ, ককটেল বিস্ফোরণ
- আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫৫
এএএম/এমএএইচ/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।