চট্টগ্রামে শিক্ষার্থীরা যাওয়ার পর সড়কে ছাত্রলীগ, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৫ জুলাই ২০২৪

ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর নগরের প্রধান সড়ক ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ষোলশহর রেল স্টেশন থেকে মুরাদপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে আজকের (সোমবার) কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সড়ে গেলেও মুরাদপুরে অবস্থান নিয়ে মিছিল করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সন্ধ্যা ৭ টায় মিছিলের পাশে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এসময় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামে শিক্ষার্থীরা যাওয়ার পর সড়কে ছাত্রলীগ, ককটেল বিস্ফোরণ

এর আগে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিকেল তিনটা থেকে অবস্থা চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার খবর পৌঁছালে বিক্ষোভে ফেটে পরেন শিক্ষার্থীরা। তারা গাছ ফেলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ অবরোধ করেন।

বিকেল পাঁচটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালায় ছাত্রলীগ। এসময় বেশ কয়েকটি ককটেল ও চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় সরে যায় ছাত্রলীগ। এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ও চট্টগ্রাম নগরের প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এএজেড/এমএএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।