কোটাবিরোধীদের হটিয়ে রাজু ভাস্কর্যে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৫ জুলাই ২০২৪
কোটাবিরোধীদের হটিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে ছাত্রলীগ/ছবি মাহবুব আলম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এর আগে তাদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সোমবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটলে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ।

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে। দুই পক্ষই ইট-পাটকেল লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

ধীরে ধীরে রাজু ভাস্কর্যে অবস্থান নেওয়া কোটাবিরোধী আন্দোলনকারীদের হটিয়ে সেখানে অবস্থান নেয় ছাত্রলীগ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকো উপাচার্যের বাসভবন (ভিসি চত্বর) পর্যন্ত দখলে নিয়েছে ছাত্রলীগ।

এনএস/এসএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।