ঢাবির বিক্ষোভে যোগ দিয়েছেন জবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৫ জুলাই ২০২৪

চলমান কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান কর্মসূচিতে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২ টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীদের একটি মিছিল ঢাবির চলমান কর্মসূচিতে যোগ দেয়। এসময় রাজু ভাস্কর্য এলাকায় থাকা শিক্ষার্থীরা তাদের করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান।

ঢাবির বিক্ষোভে যোগ দিয়েছেন জবির শিক্ষার্থীরা

এসময় ‘হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ , ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ , ‘টোকাইদের আস্তানা এ ক্যাম্পাসে হবে না’, ‘বৈষম্যের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এনএস/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।