শাহ আমানতে নারীর লাগেজে মিললো ৫০ কোটি টাকা মূল্যের কোকেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৫ জুলাই ২০২৪

ব্রাজিলের সাওপাওলো থেকে চট্টগ্রামে আসা এক নারীকে তিন কেজি ৯০০ গ্রাম কোকেনসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার কোকেনের আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা।

সোমবার (১৫ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক নারী হলেন স্তালিয়া শান্তা। তিনি বাহামার নাগরিক।

বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘আটক নারী গত ১২ জুলাই ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে প্রথমে দুবাই, পরে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ১৩ জুলাই চট্টগ্রাম পৌঁছান। কিন্তু ওই দিন তার ব্যাগেজ না আসায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করেন।’

‘তখন থেকেই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা নজরদারিতে ছিলেন ওই নারী। আজ সোমবার সকালে বিমানবন্দরে লাগেজ আনতে গেলে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে লাগেজে থাকা ইউপিএস এর ভেতরে লুকোনো ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন পাওয়া যায়।

এএজেড/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।