প্রশ্নফাঁসে চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, খুঁজে দেবে কে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৪ জুলাই ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রশ্নফাঁস করে এবং যারা ফাঁস হওয়া প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তারা তো সমান অপরাধী। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

শেখ হাসিনা বলেন, কিন্তু প্রশ্ন হলো, এখন তাদের খুঁজে দেবে কে? খুঁজে পেলে, প্রমাণ পেলে অবশ্যই ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিএসসির প্রশ্নফাঁস প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এএএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।